BREAKING: দেশে মোট আক্রান্ত ১.০২ কোটি, ২৪ ঘন্টায় মৃত ২৯৯ জন

দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ২১ হাজার ৮২১ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২৯৯ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বাড়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৬৭৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লক্ষ ৬০ হাজার ২৮০ জন। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ জন।

এখন অবধি দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৭৩৮ জনের। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯৯ জনের।

এই মুহূর্তে সারা দেশ চাতক পাখির মতো অপেক্ষা করছে করোনা ভ্যাকসিনের। এরমধ্যে সুসংবাদ দিয়েছেন এইমস ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে ভারতে আসছে কোভিড -১৯ ভ্যাকসিন ।

একটি ইন্টারভিউতে সংবাদ সংস্থা এএনআই’কে ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, “অ্যাস্ট্রাজেনেকা যে ব্রিটেনে ভ্যাকসিনের জন্য অনুমোদন পেয়েছে, এটা খুবই ভালো খবর। ভারতের সিরাম ইনস্টিটিউট-ও একই ভ্যাকসিন বানানোর কাজ করছে। এটা শুধু ভারতের জন্য না, সারা বিশ্বের কাছে অনেক বড় পদক্ষেপ।”

এছাড়া তিনি বলেন, “এই ভ্যাকসিনটি দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যায়। সুতরাং এটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ হবে।” ভারতে এই ভ্যাকসিনের প্রসঙ্গে তিনি বলেন, “ভারত নিকট ভবিষ্যতেই দেশের একটি বড় অংশের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন চালু করবে।”

উল্লেখ্য, বুধবার ব্রিটেনে অনুমোদন পায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড। ব্রিটিশ ওষুধ ও স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা MHRA-এর প্রস্তাব অনুযায়ী, বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার এই কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছে।

আশা করা হচ্ছে নতুন বছরে কিছুদিন পর থেকে কোটি কোটি ডোজ সরবরাহ করা যাবে। ব্রিটিশ মন্ত্রী মাইকেল গভের মতে, ভ্যাকসিনের অনুমোদন দেশের কঠোর লকডাউনকে কিছুটা স্বস্তি দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.