দেশে ফের সর্বোচ্চ হারে করোনা(corona) সংক্রমণ। নতুন করে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৪ হাজার ৯৫৬ জন। যার জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১০ লক্ষের গণ্ডি।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। ফলে দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬০২। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩ টি। সুস্থ হয়ে উঠেছেন মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭ জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এ তথ্য মিলেছে।
অন্যদিকে সাম্প্রতিক সমীক্ষায় মিলছে নতুন নতুন তথ্য। গবেষকরা জানাচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া এত সহজ ব্যাপার নয়। কারণ সাম্প্রতিক গবেষণা বলছে করোনা থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী।
রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতাতেই শরীরে জাঁকিয়ে বসে করোনা ভাইরাস। মানসিক, শারীরিক ও স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন করে। দেখা গিয়েছে সেরে ওঠার পরেও করোনা ছাপ ফেলেছে রোগির শরীরে। ক্লিনিক্যাল গবেষকরা বলছেন সেরে ওঠার পরে রোগিরা অসম্ভব দুর্বল হয়ে পড়ছেন। ক্লান্তি আসছে, শ্বাসকষ্টের সমস্যা থাকছে।
তবে এরই মধ্যে মিলেছে সুখবর। ভ্যাক্সিনের ক্ষেত্রে সবার আগে যারা আলো দেখাতে শুরু করেছিল, তাদের মধ্য অন্যতম ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’। এরাই সবার আগে হিউম্যান ট্রায়াল শুরু করে। তাই সেদিকেই তাকিয়ে বসে আছে গোটা বিশ্ব। আর সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু একটা খবর আসতে চলেছে বলে জানা গিয়েছে।