প্রায় ৯০ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা নিয়ে কলকাতার ই এম বাইপাসে মিছিল করবে বিজেপি। আর একটু পরেই বাইপাস ওই মিছিল শুরু হবে। কয়েকশো বিজেপি কার্যকর্তা ওই মিছিলে অংশগ্রহণ করবেন। মিছিলের নাম দেওয়া হয়েছে – ‘ তিরাঙ্গা যাত্রা।’ রাজ্য বিজেপি সরাসরি এই মিছিলের আয়োজক।
রাজ্য বিজেপি সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ ই এম বাইপাসের উপর মাঠপুকুর বাস স্ট্যান্ডের কাছ থেকে এই মিছিল শুরু হবে। ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে থাকতে পারেন শীর্ষ নেতৃত্বের কয়েকজন।
রাজ্য বিজেপির পক্ষ থেকে বুধ এবং বৃহস্পতিবার ভারত মাতা পুজো এবং তিরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। তবে ইতিমধ্যেই বিজেপি অভিযোগ করেছে, বেশ কয়েকটি জায়গায় পুলিশ এইসব কার্যক্রম কে রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে আটকে দিয়েছে।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান , কয়েকটি জায়গা থেকে খবর পেলাম পুলিশ আটকেছে ভারত মাতার পুজো। বুঝতে পারিনি পুলিশ কেন এক ধরণের কার্যক্রম আটকাল। কেন ১৪৪ ধরা জারি করা হলো। দিলীপ আরো বলেন, কয়েকজন পার্টির কার্যকর্তা আমাকে ফোন করে বলেছেন, ওই সব থানার ওসি দের পাকিস্তানের পতাকা এবং ইমরান খানের ছবি উপহার দেবেন।
দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, হঠাৎ চারিদিকের এতটা ভারতীয়তা জেগে উঠলো কেন? তিনি জানান, বাংলায় বিজেপির ১৮ টা আসন (লোকসভা নির্বাচনে) কল্পনা করেছিলেন…। ভারতকে আমরা মা হিসাবে পুজো করে এসেছি। অনেক দিন থেকে পার্টি এই কার্যক্রম চালিয়ে এসেছে।