লোকসভার পরবর্তী অধ্যক্ষ হতে চলেছেন বিজেপি সাংসদ ওম বিড়লা

নাম ঘোষণা করা হল ১৭তম লোকসভার পরবর্তী অধ্যক্ষের৷ বিজেপি সাংসদ ওম বিড়লা হতে চলেছেন লোকসভার অধ্যক্ষ৷ রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা মঙ্গলবারই তাঁর মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন বলে খবর৷

কোটার দ্বিতীয়বারের সাংসদ ওম বিড়লা৷ কোটা দক্ষিণের তিনবারের বিধায়ক৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী রামনারায়ণ মিনাকে ২.৭৯ লক্ষ ভোটে হারিয়ে জয়ী হন ওম বিড়লা৷

তবে মঙ্গলবার সকালে এব্যাপারে ওম বিড়লাকে প্রশ্ন করা হলে, তিনি মুখ খুলতে চাননি৷ সাংবাদিকদের এদিন তিনি বলেন, আপাতত এই বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই৷ এদিন তাঁর দেখা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে৷ সেই প্রসঙ্গে ওম বিড়লা বলেন একজন সাধারণ কার্যকর্তা হিসেবে বিজেপি সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি৷

তবে তাঁর স্ত্রী অমৃতা বিড়লা জানান পরিবারের কাছে অত্যন্ত গর্বের মুহুর্ত এটি৷ ওম বিড়লাকে এই পদের জন্য বেছে নেওয়ায় বিজেপিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷

এর আগে, লোকসভার স্পীকার হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে৷ তার মধ্যে পি পি চৌধুরী ও এস এস আলুওয়ালিয়ার নামও ছিল৷ তবে দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে ওম বিড়লার নাম উঠে আসে৷ উল্লেখ্য সোমবারই প্রোটেম স্পীকার হিসেবে শপথ নিয়েছেন টিকামগড়ের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.