ভারতীয় জনতা পার্টি (BJP) সোশ্যাল মিডিয়ায় নতুন বিশ্ব রেকর্ড বানিয়ে ফেলল। একটি রাজনৈতিক দল হিসেবে BJP কেই এখন সবথেকে বেশি মানুষ টুইটারে ফলো করেন। নতুন পরিসংখ্যান অনুযায়ী, টুইটারে BJP এর ১১ মিলিয়ন ( ১০.১ কোটি ) ফলোয়ার্স আছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই যে, এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের এত ফলোয়ার্স নেই।
এই নয়া রেকর্ডের ব্যাপারে তথ্য দেন, BJP এর সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালবীয়। তিনি এই উপলব্ধির জন্য ফলোয়ার্সদের ধন্যবাদ জানান।
টুইটারে ফলোয়ার্স দের সংখ্যার হিসেবে বিজেপি Congress’র থেকে দুই গুণ এগিয়ে। কংগ্রেসকে টুইটারে ৫.১৪ কোটি মানুষ ফলো করেন। বিশ্বের অন্য দেশ গুলোর কথা বল্লেম আমেরিকার রিপাবলিক পার্টির কাছে মত ১৬৩২৭ জন ফলোয়ার্স আছে। আর ডেমোক্র্যাটিক পার্টিকে ১৬ লক্ষ মানুষ টুইটারে ফলো করেন।
টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সবথেকে জনপ্রিয় নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে ৪৭.২ মিলিয়ন মানুষ ফলো করেন। ভারতের কোন নেতাকেই এত মানুষ ফলো করেন না। গোটা বিশ্বের কথা বললে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারের ফলোয়ার্সের সংখ্যায় দ্বিতীয় ব্যাক্তি। নরেন্দ্র মোদীর আগে রয়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। ওনাকে টুইটারে ১০৬ মিলিয়ন মানুষ ফলো করেন। আরেকদিকে Congress সভাপতি রাহুল গান্ধীকে টুইটারে ৯.৪ মিলিয়ন মানুষ ফলো করেন। যেটা নরেন্দ্র মোদীর তুলনায় পাঁচ গুণ কম।