২৩ মার্চ বলিদানী ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবের বলিদান দিবস। তাঁদের একটা প্রতিজ্ঞা আজকের দিনেও প্রাসঙ্গিক। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছিল যে ফাঁসির হাত থেকে বাঁচতে চাইলে তাঁদের প্রাণভিক্ষা চাইতে হবে। ভগৎ সিং একথার উত্তরে যা বলেছিলেন, তা নিচে দেওয়া হলো।
সরকার বলছে আমাদের ক্ষমা চাইতে। কিন্তু আমরা কেন ক্ষমা চাইব? আমরা কি চোর না ডাকাত না গুন্ডা? আমরা স্বাধীনতার জন্য যুদ্ধরত। আমাদের প্রতিটি শিরায় সম্পূর্ণ স্বাধীনতার রক্ত বইছে। আমরা যা করেছে, তা স্বাধীনতা অর্জনের জন্যই করেছি। আমরা অহিংস পথে সংগ্রাম করিনি, কিন্তু আমরা কি স্বাধীনতা সংগ্রামী নই? এই সরকারের যদি একটুও ন্যায়বুদ্ধি থাকে, তাহলে আমাদের রাজনৈতিক বন্দী রূপে গণ্য করা হোক। আমরা কখনই ক্ষমা চাইব না।