কোভিডে জর্জরিত ভারতকে নানাভাবে সাহায্য করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে, ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল উজবেকিস্তান, বেলজিয়াম এবং ফ্রান্স। রবিবার এই তিনটি দেশ থেকে ভারতে এসেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন সরঞ্জাম। এদিন ভোররাতেই উজবেকিস্তান থেকে একটি বিমান এসে পৌঁছয় দিল্লি বিমানবন্দরে। করোনার সঙ্গে লড়তে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে ভারতে এসেছে ওই বিমান।
বেলজিয়াম থেকে ভারতে এসেছে ৯০০ শিশি রেমডেসিভির। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের পার্টনার বেলজিয়াম থেকে রেমডেসিভিরের ৯০০ শিশিকে স্বাগত।” এছাড়াও এদিন সকালে ফ্রান্স থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে অতি প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম।
2021-05-02