নতুন বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। এদিনে ৪ দিন বাদেই বাবরি মসজিদ ভাঙার বর্ষপূর্তি। এই পরিস্থিতিতে মথুরায় মন্দির গড়ার আহ্বান জানালেন যোগী আদিত্যনাথের ডেপুটি কেশব প্রসাদ মৌর্য। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
কী লিখেছেন কেশবপ্রসাদ? তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘অযোধ্যা, কাশীতে মহামন্দির নির্মাণ অব্যাহত রয়েছে। মথুরার জন্য প্রস্তুতি চলছে’। এরপরই জল্পনা ছড়িয়েছে, বিজেপি কি এবার মথুরায় মন্দির গড়ার তোড়জোড় শুরু করছে? কৃষ্ণের জন্মভূমির ঠিক পাশেই শাহি ঈদগাহ। দাবি, কৃষ্ণ জন্মভূমির উপরেই শাহী ঈদগাহ তৈরি হয়েছে। যা নিয়ে বিতর্ক অনেকদিনের।
কিছুদিন আগেই শাহি ঈদগাহে কৃষ্ণের মূর্তি বসানোর কর্মসূচি নিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। যদিও শেষমেষ তা স্থগিত রাখে তারা। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়ে দেয়, বাবরি ধ্বংসের বর্ষপূর্তির প্রাক্কালে মথুরায় কোনও বড় জমায়েত হবে না। কিন্তু তারপরেও উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রীর টুইট মনে করিয়ে দিচ্ছে কয়েক দশক আগের সেই স্লোগান, ‘অযোধ্যা সির্ফ ঝাঁকি হ্যাঁয়, কাশি মথুরা বাকি হ্যায়’।
প্রসঙ্গত, ঔরঙ্গজেবের শাসনকালেই মথুরায় কৃষ্ণ জন্মভূমির একাংশ ভেঙে দেওয়া হয়েছিল বলে দীর্ঘদিনের দাবি। বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়। নতুন করে মামলা করা হয় এই বছরের শুরুতেই। সেই থেকেই মথুরা নিয়ে হিন্দুত্ববাদীদের দাবি ফের জোরাল হতে শুরু করেছে।