জন্মদিন শেষে টুইট করে দেশবাসীর কাছে উপহার চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গতকাল ছিল তাঁর জন্মদিন। গোটা দিনে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার পাল্টা জন্মদিনের শুভেচ্ছার জন্য সারা দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্থডে গিফট চেয়ে নিলেন তিনি। জন্মদিন শেষ হওয়ার পর গভীর রাতে একটি টুইট করে প্রধানমন্ত্রী মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমার জন্মদিনে আমি কী চাই, একথা অনেকেই জিজ্ঞেস করেছেন। আমি একটাই জিনিস চাই। সকলে মাস্ক পরুন এবং সঠিক ভাবে পরুন। সামাজিক দূরত্ব অনুসরণ করুন। ‘দো গজ কি দূরি’ বজায় রাখুন। জনবহুল জায়গাগুলিতে যাওয়া এড়িয়ে যান এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করুন। আসুন আমাদের গ্রহকে সুস্থ করে তুলি।”

প্রসঙ্গত, নিজের বক্তৃতার মাধ্যমে জনসাধারণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বড় গুণ। এই কথাগুলো আগেও প্রধানমন্ত্রী বহুবার করোনাকালে দেশবাসীকে বলেছেন। কিন্তু, জন্মদিনের শুভেচ্ছার বাদলে দেশবাসীর থেকে তাদের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধীয় উপহার চেয়ে নেওয়া এক অভিনব কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এভাবে তিনি নিজের বক্তৃতার মাধ্যমে দেশবাসী হৃদয় স্পর্শ করার চেষ্টা করেন। এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশবাসীর স্বাস্থ্য প্রসঙ্গে কতটা উদ্বেগে তা বোঝাতে চেয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, সারা দেশের মানুষের সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মের্কেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুরু করে অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সচিন তেন্দুলকার, সৌরভ গাঙ্গুলীরাও বাদ যাননি এই তালিকা থেকে। কিন্তু নিজের জন্মদিনের উপহার পাওয়ার ক্ষেত্রে দেশের গরীব জনতাকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.