প্রয়াত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি

প্রয়াত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। শনিবার দিল্লির এইমস হাসপাতালে ১২টা ৭ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছিল তাঁর।

শুক্রবার সন্ধের পরই তাঁকে দেখতে হাসপাতালে যান  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কয়েকদিন আগেই চলে গিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেই মৃত্যুতে শোকের আবহ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ বিজেপি শিবিরে। ডাক্তাররা আগেই জানিয়েছেন, তিনি ‘সফ্ট টিস্যু সার্কোমা’য় আক্রান্ত। 

এটি একটি ‘রেয়ার ভ্যারাইটি ক্যানসার’। সেই রোগেই আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

গত দু’বছর ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। গত বছর তিন মাসের জন্য জনসমক্ষে সেভাবে দেখাই যায়নি তাঁকে। পরে জানা গিয়েছিল, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল তাঁর। দীর্ঘদিন চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন তিনি। সে সময় অস্থায়ী ভাবে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। তিনিই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন। লোকসভা ভোটে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর। সংসদীয় রাজনীতিতে অত্যন্ত দক্ষ ছিলেন জেটলি। দীর্ঘ সময় বিজেপির রাজ্যসভার দলনেতার দায়িত্ব সামলে ছিলেন তিনি। এদিন ভারতীয় রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.