মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এর ঘনিষ্ঠ ব্যাক্তিদের ৫০ টি যায়গায় চুরির অভিযোগে আজ আয়কর দফতর তল্লাশি চালায়। এই তল্লাশির সময় কেন্দ্রীয় রিসার্ভ পুলিশ ফোর্স আর মধ্যপ্রদেশ পুলিশের মধ্যে বচসা শুরু হয়। সংবাদ সংস্থা এএনআই এর অনুসারে, মধ্যপ্রদেশ পুলিশ ভোপাল আর ইন্দোরে আয়কর দফতরের চালানো তল্লাশি অভিযানের যায়গায় বলপূর্বক ঢোকার চেষ্টা করে। আর এই ঘটনার পর সিআরপিএফ এবং পুলিশের মধ্যে কয়েক ঘণ্টা হাই ভোল্টেজ ড্রামা চলে।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেন, ‘আয়কর দফতর নিজের কাজ করছিল, এটা তাঁদের সাংবিধানিক অধিকার। সিআরপিএফ এর জওয়ানেরা ডিউটিতে ছিল, আর তাঁদের তখন আটকানোর চেষ্টা করছিল কমলনাথের পুলিশ। কমলনাথ সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
শিবরাজ সিং বলেন, এই অভিযানে নগদ টাকা উদ্ধার করা হচ্ছিল। অনেক নথিও পাওয়া যায়। সম্পত্তির খবর পাওয়া যায়নি। আমি এটা দেখে আশ্চর্য হচ্ছি যে, মুখ্যমন্ত্রী সহযোগিতা করার বদলে, আয়কর দফতরের কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনার পর সিআরপিএফ এর আধিকারিক প্রদীপ কুমার মিডিয়ার সামনে এসে বলেন, ‘মধ্যপ্রদেশ পুলিশ আমাদের দ্বায়িত্ব পালন করতে দিচ্ছেনা। ওঁরা আমাদের গালিগালাজ করছে। আমরা শুধু আমাদের সিনিয়র দের আদেশ পালন করছি। সিনিয়ররা আমাদের কাউকে ভিতরে ঢুকতে দিতে না করেছে। এখনো কাজ চলছে, তাই আমরা কাউকে ভিতরে যেতে দিইনি। আমরা শুধু আমাদের দ্বায়িত্ব পালন করছি।”