কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) কুলগাম (Kulgam) জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন জঙ্গি। কুলগাম জেলার ওয়ানপোরা এলাকার ঘটনা। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ওয়ানপোরা এলাকায় লুকিয়ে রয়েছে দুই-তিনজন জঙ্গি। সেই খবর পাওয়ার পরই শনিবার সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অভিযান চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জওয়ানরাও গুলি চালান, দু’পক্ষের দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলতে থাকে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।