দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জেলার অবন্তীপোরায় আইইডি বোঝাই গাড়ি নিয়ে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তি। এদিন পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গত বছরের ঘৃণ্য পুলওয়ামা হামলায় শহিদ সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশ-সেবা ও সুরক্ষার স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁরা। দেশবাসী তাঁদের কখনই ভুলতে পারবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, ‘পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি অন্তরের শ্রদ্ধার্ঘ্য। মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী আমাদের সাহসী জওয়ান এবং তাদের পরিবারের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে ভারত।’
2020-02-14