হিন্দুদের হুমকি দেওয়া দিল্লী সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জাফারুল ইসলামের বিরুদ্ধে FIR দায়ের

ভারতের (India) হিন্দুদের হুমকি দেওয়া দিল্লী সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জাফারুল ইসলামের বিরুদ্ধে FIR দায়ের হলো। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ এবং ১৫৩এ ধারায় মামলা দায়ের করেছে দিল্লী পুলিস। 

গত ২৮শে এপ্রিল, জাফারুল ইসলাম খান (Jafarul Islam Khan) এক সাম্প্রদায়িক পোস্ট করেন ফেসবুকে। সেই পোস্টে তিনি লেখেন যে ভারতীয় মুসলিমরা যদি আরবের মুসলিমদের কাছে অভিযোগ করে, তাহলে ভারতীয় হিন্দুদের জীবনে ধ্বংস নেমে আসবে। তাঁর সেই পোস্টের নিন্দা করেন তামাম ভারতের মানুষজন। তাঁর পোস্টে আপত্তি জানিয়ে বসন্ত কুঞ্জের এক ব্যক্তি দিল্লী পুলিসের বিশেষ সেলে অভিযোগ জানান। অভিযোগে ওই ব্যক্তি জানান যে জাফারুল ইসলামের বক্তব্য ভারতের দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে পারে এবং ভেদাভেদ বাড়বে এর ফলে। তাঁর পরেই জাফারুল ইসলামের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হলেও তাতে খুব একটা দমছেন না তিনি। এর আগে এক ফেসবুক পোস্টে নিজের সুর কিছুটা নরম করেছেন জাফারুল। কিন্তু তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি FIR কপি দেখেনি। দেখেই তারপর মন্তব্য করবো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.