ঘোর অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। নয়া কৃষি আইন নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে মোদী-শাহরা। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে একদিনের প্রতীকী অনশনে কৃষকরা। এদিনই তড়িঘড়ি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে অমিত শাহ। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের বাড়ি গিয়ে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
অনড় মনোভাব কৃষকদের। নয়া কৃষি আইন বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। একটানা ১৯ দিন ধরে চলছে আন্দোলন। প্রবল শীত উপেক্ষা করেই দিল্লির দরবারে লক্ষ-লক্ষ কৃষক। নাছোড় মনোভাব নিয়েই এবার দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি।
কেন্দ্রকে চাপে ফেলে দিয়েছেন প্রতিবাদী কৃষকরা। ইতিমধ্যেই কৃষি আইনে সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সরাসরি সেই প্রস্তাব নাকচ করেছে কৃষক সংগঠনগুলি। উল্টে আন্দোলনের সুর এখন আরও চড়া। সোমবার সকাল থেকে একদিনের প্রতীকী অনশনে কৃষকরা। কৃষকদের সঙ্গে প্রতীকী অনশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কৃষি আইন নিয়ে ক্রমেই কেন্দ্র-বিরোধী সুর চড়া হচ্ছে। সোমবার বেলা ১২টা নাগাদ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের বাড়িতে পৌঁছে যান অমিত শাহ। কৃষি আইন নিয়ে কৃষকদের প্রতিবাদ সম্পর্কে আলোচনা দুই মন্ত্রীর। দ্বন্দ্ব মেটাতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা।
এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্র-বিরোধী অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ কৃষকরাও। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সোমবার বিকেলে দিল্লির গাজিপুর সীমানায় ফের বৈঠকে বসছেন কৃষক সংগঠনের নেতারা। মঙ্গলবার সিঙ্ঘু সীমানায় হবে বৈঠক।
যদিও কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের লাগাতার আন্দোলনে সমর্থনকারী একাধিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের কটাক্ষ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি এদিন বলেন, ‘‘কৃষকদের আন্দোলনে চাষিরা নয়, মোদী-বিরোধীরা সামিল হয়েছেন।’’
একইভাবে কৃষকদের সমর্থনে প্রতীকী অনশনে যোগ দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেজরিওয়ালের অবস্থানকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন জাভড়েকর।