বাড়ি ঘুরে আগেই ফুড- কুপন দিয়ে এসেছিলেন স্বয়ংসেবক রা।হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত এলাকা সাহেবখালি,আর উথাল পাথাল রায়মঙ্গল নদীর তীর ঘেষা সেই সাহেবখালির আরো গহীনে মন্দির ঘাট এলাকার রমাপুর দাস পাড়া,রমাপুর কারিগর পাড়া, স্কুল বাড়ি ঘাট,কাছারি ঘাট এই সমস্ত দুর্গম এলাকা। আর এই এলাকার প্রায় সাড়ে পাঁচশ বাড়িতে আগের দুদিন ধরে কুপন দেওয়ার কার্য সম্পন্ন হয়েছিল।ভয়াবহ আম্ফানের গ্রাসে চাল থেকে চুলো, প্রায় সব সব হারানো মানুষগুলোকে এক বেলা রান্না করা খাবার দেওয়ার জন্য এই প্রস্তুতি বেশ কয়েক দিন ধরেই চলছিল।
রাস্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাস্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের (ABRSM) এর দুটি শাখা, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষকদের শাখা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্গ ( BSSS) এবং প্রাথমিক শিক্ষকদের শাখা বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ (BNUPSS) অর্থানুকূল্যে এবং ব্যবস্থাপনায় গতকাল ২৮:০৬:২০২০, তারিখ, রবিবারে স্থানীয় স্বয়ংসেবকরা প্রায় ১৮০০ মানুষের জন্য রান্না করা খাবারের ব্যাবস্থা করেছিল। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, কুমড়ো-আলু-সয়াবিনের তরকারী এবং ডিমের কারী। এই শিক্ষক সংগঠন এদিনের সেবাকার্যে উল্লেখযোগ্যভাবে আরো যে জরুরী জিনিস টি নিয়ে এসেছিলেন তা হল মা বোনেদের জন্য স্যানিটারি সামগ্রী ।এলাকার প্রায় ৫০০ জন মা বোনেদের হাতে এই স্যানিটারি সামগ্রী এদিন তুলে দেওয়া হয়।আবার অন্যদিকে ভয়াবহ আম্ফানের মানসিক আঘাত কাটিয়ে উঠে আনন্দে মেতে উঠতে সাহায্য করার জন্য এলাকার প্রায় ৩০০ বাচ্চার হাতে চকোলেট তুলে দেওয়া হয়।
রাস্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রায় সব গুলি শাখা সংগঠন ই এই কঠিন সময়ে দরিদ্র প্রান্তিক মানুষজনের পাশে দাড়ানোর শপথ নিয়েছে।ব্যাতিক্রমী এই শিক্ষক সংগঠন ABRSM, আম্ফান পরবর্তী সেবাকার্যে এর আগেও দুবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আর্তপিড়ীত মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়ে এসেছে।
প্রথমবার (৩১:০৫:২০২০) তারা ৪৫০টি খাদ্যসামগ্রীর প্যাকেট, শাড়ি, জরুরী প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা তৎসহ ওষুধ পত্র তুলে দিয়ে এসেছে প্রত্যন্ত রুপমারী এবং কুমিরমারী গ্রামে মানুষজনের হাতে।দ্বিতীয় বার (১১:০৬:২০২০) তারা আবারো ৪৫০ টি খাদ্যসামগ্রীর প্যাকেট তৎসহ লেখা পড়ার সরঞ্জাম খাতা, পেন পেন্সিলের ২৫০টি প্যাকেট তুলে দিয়ে এসেছিল হাসনাবাদ থেকে দুরবর্তী গ্রাম টিয়ামারী, খলসেখালি, ঘেরিপাড়া, এবং দুর্গাপুর গ্রামের মানুষজনের হাতে।
আজকের এই রান্না করা খাদ্যদ্রব্য প্রায় ১৮০০ মানুষের হাতে তুলে দিয়ে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের রাজ্য সভাপতি অনিমেষ মন্ডল বলেন ” আমরা সারা বছর ই সুখে দুখে মানুষের পাশে থাকার চেস্টা করি।শিব জ্ঞানে জীব সেবাই আমাদের মুল উদ্দেশ্য।আজ এই এলাকার মানুষের জন্য সামান্য এই সেবাকার্য করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি” । এলাকার বিশিষ্ট সমাজসেবক তথা স্বয়ংসেবক জয়দেব মিস্ত্রী এই সমগ্র সেবাকার্যের গুরুভার নিজের কাধে তুলে নিয়ে সমগ্র সেবাকার্যটি সুষ্ঠভাবে সম্পন্ন করেছেন।এদিনের এই সেবাকার্যে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন রাস্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভাগ প্রচারক মানিক পাল মহাশয় এবং জেলা কার্যবাহ রবি শংকর পাল মহাশয়।
এই রান্না করা খাদ্যসামগ্রী এবং স্যানিটারি সামগ্রীর বিতরন বিকেল চারটে নাগাদ শেষ হয়। অঞ্চলের মানুষজন খুব খুশী মনে এই খাদ্যসামগ্রী গ্রহন করেন এবং বলেন এই বিপদের দিনে এই স্যারেরা যেভাবে আমাদের পাশে দাড়ালেন তা আমরা কোন দিন ভুলতে পারব না।
লিখনে :সজল মন্ডল