পাকিস্তানে ডেভিস কাপ খেলতে না চেয়ে আন্তর্জাতিক টেনিস সংস্থাকে (আইটিএফ) চিঠি দিল ভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। চিঠিতে ডেভিস কাপের স্থান পরিবর্তন করা অথবা কিছু সময়ের জন্য ডেভিস কাপকে স্থগিত করতে অনুরোধ করা হয়েছে। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে পারবে না।
এএনআই

