দূষণ-পরিস্থিতি দ্রুত বাড়ছে দিল্লিতে। ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন হচ্ছে রাজধানীর বিভিন্ন প্রান্ত। দিল্লি-নয়ডা ডিরেক্ট ফ্লাইওভার থেকে ময়ূর বিহার এলাকা, লোধি রোড থেকে শুরু করে আর কে পুরম, রাজপথ থেকে ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকা সর্বত্রই ধোঁয়াশার চাদরে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। খানিকটা পরিশ্রম, দৌড়লেই, এমনকি সাইকেল চালালেও শ্বাসকষ্ট অনুভব করছেন মানুষজন। বৃহস্পতিবার সকালে আইটিও, গাজিপুর থেকে অক্ষরধাম-প্রভৃতি এলাকা ছিল ধোঁয়াশার চাদরে ঢাকা।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আইটিও-তে বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৫৪ এবং প্রতাপগঞ্জে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ২৪৬, যা ‘খারাপ‘। বায়ুদূষণের জেরে শ্বাসকষ্ট অনুভব করছেন প্রাতঃভ্রমণকারীরা। বৃহস্পতিবার সকালে রাজপথ ও ইন্ডিয়া গেটে প্রাতঃভ্রমণের সময় বেশ কয়েকজন প্রাতঃভ্রমণকারীরা জানিয়েছেন, ‘সাইকেল চালানোর সময় শ্বাসকষ্ট অনুভব করছি আমরা। আগস্ট মাসের তুলনায় এখন বাতাসের গুণমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’