ভোট যত এগিয়ে আসছে দেশে রাজনৈতিক দল গুলো তত কোমর বেঁধে নামছে। কয়েকমাস আগে নরেন্দ্র মোদী তামিলনাড়ু সফরে গিয়ে বলেছিলেন, এনডিএ এর প্রাক্তন সহায়ক দল গুলো আমাদের সাথে আসতে চাইলে, তাঁদের জন্য দরজা সবসময় খোলা আছে।

নরেন্দ্র মোদীর ওই ঘোষণার পরেই তামিলনাড়ুর শাসক দল এনডিতে যোগ দিয়ে আসন লোকসভা নির্বাচন বিজেপির সাথে লড়ার ঘোষণা করে। এর আগেও জয়ললিতার দল ‘এআইডিএমকে” বিজেপির সাথে যত করে কেন্দ্রে সরকার গড়েছিল। তখন অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন।

তারপর কোন কারণে আর এনডিতে আসেনি জয়ললিতার দল। ২০১৪ এর নির্বাচনে জয়লাভের পরই জয়ললিতার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সব সবরকম সাহাজ্য করার আশ্বাস দিয়েছিলেন নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রয়াস এবার সফল হয়েছে, যদিও জয়ললিতা এখন আর নেই, তবুও পুরানো সহযোগী দলকে সাথে পেয়ে বেজায় খুশি বিজেপি।

তামিলনাড়ুর উন্নয়ন মন্ত্রী কেজি রাজেন্দ্রন বালাজি বলেন, রাজ্যের শাসক দল এআইডিএমকের পিতা হলেন নরেন্দ্র মোদী অন্য কেউ না। ভিরুথুনগর জেলায় দলীয় বৈঠক সম্বোধিত করার সময় উন্নয়ন মন্ত্রী বলেন, আম্মা ‘এইআইডিএমকে সুপ্রিমো জয়ললিতা” এর নিধনের পর নরেন্দ্র মোদী পিতার মতন আমাদের মাগদর্শন করেন।

বালাজী বলেন, ‘ হ্যাঁ মোদীজিই আমাদের পিতা, যবে থেকে আমরা আম্মাকে হারিয়েছি। তবে থেকেই মোদীজি আমাদের পিতার মতন মাগদর্শন করে এসেছেন। উনি শুধু আমাদের দলের পিতা না। উনি সমগ্র দেশের পিতা। আর এর জন্যই আমরা বিজেপির সাথে জত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.