শ্রী কৃষ্ণের সাথে সম্পর্কিত ধর্মীয় ঐতিহ্য বিজড়িত দেবভূমি দ্বারকার উপর নজর পড়লো কট্টরপন্থীদের। ওয়াকফ বোর্ড গুজরাট হাই কোর্টের কাছে এক লিখিত আবেদনে বেট দ্বারকার দুটো দ্বীপের উপর নিজেদের বলে দাবি করলো।
এই ব্যাপারে গুজরাট হাই কোর্ট তীব্র আপত্তি জানিয়েছে। ডিভিশন বেঞ্চ জানায় “ওয়াকফ বোর্ড কি করে কৃষ্ণনগরীর উপর মালিকানা দাবি করে?”
মোট ৮ টি ছোট দ্বীপ আছে বেট দ্বারকায়।
পুরান বলে বেট দ্বারকা শ্রী কৃষ্ণের বাসভূমি ছিল যখন তিনি গুজরাট শাসন করতেন। এই ছোট দ্বীপটি প্রায় ৭,০০০ পরিবারের বাস। এর মধ্যে ৬,০০০ পরিবার মুসলিমদের।মুসলিমরা জনসংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে ওই জায়গায়।
ইতিপূর্বে দেবভূমি উত্তরখণ্ডে ও দেখা যাচ্ছে একই চিত্র। প্রথমে কয়েক ঘর করে বাওস্বাস শুরু করে মুসলিমরা, ক্রমান্বয়ে সংখ্যা বাড়তেই শুরু করে জমি ও লাভ জেহাদের মাধ্যমে ধর্মান্তর।
যেখানে সেখানে নামাজ পরা শুরু করে।