২৪ ঘন্টায় আক্রান্ত ৮,৩৯২ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৫,৩৯৪

করোনা-আক্রান্তের নিরিখে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত (India)। এক ধাক্কায় ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮,৩৯২, যা এখনও পর্যন্ত রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৩০ জন করোনা-সংক্রমিত রোগীর। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৩৯৪ এবং সংক্রমিত ১,৯০,৫৩৫ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯১,৮১৯ জন। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৯০,৫৩৫ জন (সক্রিয় করোনা রোগী ৯৩,৩২২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩৯৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৯১,৮১৯ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৫,৩৯৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬২ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ২১ জনের, চন্ডীগড়ে ৪ জন, ছত্তিশগড়ে একজন, দিল্লিতে ৪৭৩ জনের, গুজরাটে ১০৩৮ জনের, হরিয়ানায় ২০ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৮ জনের, ঝাড়খণ্ডে ৫ জনের, কর্ণাটকে ৫১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৯ জন, মধ্যপ্রদেশে ৩৫০ জন, মহারাষ্ট্রে ২,২৮৬ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪৫ জন, রাজস্থানে ১৯৪ জনের, তামিলনাড়ুতে ১৭৩ জন, তেলেঙ্গানায় ৮২ জন, উত্তরাখণ্ডে ৫ জন, উত্তর প্রদেশে ২১৩ জন এবং পশ্চিমবঙ্গে ৩১৭ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-প্রকোপে ত্রস্ত মহারাষ্ট্রে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৬৭,৬৫৫, দিল্লিতে ১৯,৮৪৪ তামিলনাড়ুতে ২২,৩৩৩, অন্ধ্রপ্রদেশে ৩৬৭৯ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ৪ জন, অসমে ১২৭২ জন, বিহারে ৩৮১৫ জন, চন্ডীগড়ে ২৯৩ জন, ছত্তিশগড়ে ৪৯৮ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৭০ জন (সুস্থ ৪২ জন), গুজরাটে ১৬,৭৭৯ জন, হরিয়ানায় ২০৯১ জন, হিমাচল প্রদেশে ৩৩১ জন, জম্মু-কাশ্মীরে ২৪৪৬ জন, ঝাড়খণ্ডে ৬১০ জন, কেরলে ১২৬৯, কর্ণাটকে সংক্রমিত ৩২২১ জন, লাদাখে ৭৪ জন, মধ্যপ্রদেশে ৮০৮৯ জন, মণিপুরে ৭১ জন (১১ জন সুস্থ), মেঘালয় ২৭ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ৪৩ জন, ওডিশায় ১৯৪৮ জন, পুদুচেরিতে ৭০ জন, পঞ্জাবে ২২৬৩ জন, রাজস্থানে ৮৮৩১ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২৬৯৮ জন, ত্রিপুরায় ৩১৩ জন, উত্তরাখণ্ডে ৯০৭ জন, উত্তর প্রদেশে ৭৮২৩ এবং পশ্চিমবঙ্গে ৫৫০১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.