সংক্রমণ থামা তো দূরের কথা, প্রতি দিনই ভারতে নতুন নতুন রেকর্ড গড়ে হু হু করে বাড়ছে করোনা-সংক্রমিতের সংখ্যা। ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুও। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,১৬৭ এবং সংক্রমিত ১,৪৫,৩৮০ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬০,৪৯০ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৫৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪৬ জনের। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৪৫,৩৮০ জন (সক্রিয় করোনা রোগী ৮০,৭২২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,১৬৭। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬০,৪৯০ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪,১৬৭ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ১৩ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ২৭৬ জনের, গুজরাটে ৮৮৮ জনের, হরিয়ানায় ১৬ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৩ জনের, ঝাড়খণ্ডে ৪ জনের, কর্ণাটকে ৪৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৫ জন, মধ্যপ্রদেশে ৩০০ জন, মহারাষ্ট্রে ১,৬৯৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪০ জন, রাজস্থানে ১৬৭ জনের, তামিলনাড়ুতে ১১৮ জন, তেলেঙ্গানায় ৫৬ জন, উত্তরাখণ্ডে ৩ জন, উত্তর প্রদেশে ১৬৫ জন এবং পশ্চিমবঙ্গে ২৭৮ জন প্রাণ হারিয়েছেন।


মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। মহারাষ্ট্রে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৫০,৬৬৭, দিল্লিতে ১৪,০৫৩, তামিলনাড়ুতে ১৭০৮২, অন্ধ্রপ্রদেশে ৩১১০ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ৫২৬ জন, বিহারে ২৭৩০ জন, চন্ডীগড়ে ২৩৮ জন, ছত্তিশগড়ে ২৯১ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৬৭ জন (সুস্থ ১৯ জন), গুজরাটে ১৪,৪৬০ জন, হরিয়ানায় ১১৮৪ জন, হিমাচল প্রদেশে ২২৩ জন, জম্মু-কাশ্মীরে ১৬৬৮ জন, ঝাড়খণ্ডে ৩৭৭ জন, কেরলে ৮৯৬, কর্ণাটকে সংক্রমিত ২১৮২ জন, লাদাখে ৫২ জন, মধ্যপ্রদেশে ৬৮৫৯ জন, মণিপুরে ৩৯ জন (৪ জন সুস্থ), মেঘালয় ১৪ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে একজন, ওডিশায় ১৪৩৮ জন, পুদুচেরিতে ৪১ জন, পঞ্জাবে ২০৬০ জন, রাজস্থানে ৭৩০০ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ১৯২০ জন, ত্রিপুরায় ১৯৪ জন, উত্তরাখণ্ডে ৩৪৯ জন, উত্তর প্রদেশে ৬৫৩২ এবং পশ্চিমবঙ্গে ৩৮১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.