কোভিড-১৯ জীবাণুঘটিত রোগের কারণ কি? তার উৎপত্তিস্থলই বা কোথায়?
বিষয়টি সঠিকভাবে জানতে তদন্ত শুরু করেছে পৃথিবীর ৬২টি রাষ্ট্র। সম্মিলিত এই রাষ্ট্রশক্তিতে যোগ দিয়েছে ভারত। করোনা ভাইরাসের দাপটে বিশ্বে তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে। এমতাবস্থায় এই রোগের কারণ ও উৎপত্তিস্থল জানতে এই তদন্ত কমিটি কড়া পদক্ষেপ নিতে চায়। সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অভিযোগের তদন্ত করতে চায় তারা।
কারণ, ‘হু’-এর (WHO) বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। গত বছর ডিসেম্বর মাসে যখন চীনের উহান শহরে করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপ দেখা দেয়, তখনই কেন বিশ্ববাসীকে সজাগ করে নি বেইজিং? এই প্রশ্নের উত্তর জানতে চায় ৬২টি দেশ। কেনই বা অনেক দেরিতে ১১ মার্চ কোভিড ১৯ রোগকে মহামারি ঘোষণা করা হল? তা নিয়েও প্রশ্ন উঠেছে। শেষ জি-২০ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)হু-এর স্বচ্ছতা ও কর্মপদ্ধতির প্রশংসা করেছিলেন। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে হু-এর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। তাই আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখাপেক্ষী না হয়ে এবার ৬২টি দেশ জানতে চায় কীভাবে এবং কেন ছড়ালো এই সংক্রমণ? সবচেয়ে বড় প্রশ্নটি দেখা দিয়েছে যে, করোনা ভাইরাসের সংক্রমণ যে রাষ্ট্র থেকেই ছড়িয়ে পড়ুক না কেন, ইচ্ছাকৃতভাবে কী এই মারণ ভাইরাসের উৎপত্তি করা হয়েছে ? নাকি দূর্ঘটনাবশত এই ভাইরাসের দাপট বেড়েছে ? এসব প্রশ্নের খোঁজ করতে এই তদন্ত কমিটি করা হয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চীন ও ‘হু’কে কাঠগড়ায় তুলেছেন। তিনি যেমন চীনকে এই মহামারী রোগের জন্য দায়ী করেছেন, তেমনি চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণের জন্য দায়ী করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। যদিও চীন এবং ‘হু’ দু’পক্ষই মার্কিন রাষ্ট্রপতির অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এবার ৬২টি দেশ একযোগে করোনার তদন্তে নেমেছে। এই পদক্ষেপ কি আগামী দিনে বিশ্বে ডেকে আনবে যুদ্ধের পরিস্থিতি ? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।