২৪ ঘন্টায় মৃত্যু ৪৭৫ জনের, ভারতে করোনা-মুক্ত ৪,৯৫,৫১৩ : স্বাস্থ্য মন্ত্রক

সময় যত যাচ্ছে, পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে উঠছে। কোনও ভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানাই যাচ্ছে না ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬,৫০৬ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,৬০৪ জন এবং সংক্রমিত ৭,৯৩,৮০২ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪,৯৫,৫১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭,৯৩,৮০২ জন (সক্রিয় করোনা রোগী ২,৭৬,৬৮৫)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৬০৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৯৫,৫১৩ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২১,৬০৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৭৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ২২ জন, বিহারে ১১৫ জনের, চন্ডীগড়ে ৭ জন, ছত্তিশগড়ে ১৫ জন, দিল্লিতে ৩,২৫৮ জনের, গোয়া ৯ জন, গুজরাটে ২০০৮ জনের, হরিয়ানায় ২৮৭ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ১৫৪ জনের, ঝাড়খণ্ডে ২৩ জনের, কর্ণাটকে ৪৮৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৭ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬২৩৪ জন, মহারাষ্ট্রে ৯,৬৬৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে দু’জন, ওডিশায় ৫২ জনের, পুদুচেরিতে ১৪ জন, পঞ্জাবে ১৮৩ জন, রাজস্থানে ৪৯১ জনের, তামিলনাড়ুতে ১,৭৬৫ জন, তেলেঙ্গানায় ৩৩১ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪৬ জন, উত্তর প্রদেশে ৮৬২ জন এবং পশ্চিমবঙ্গে ৮৫৪ জন প্রাণ হারিয়েছেন।


মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা সর্বাধিক এবং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,৩০,৫৯৯-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১০,৭০,৫১, গুজরাটে ৩৯,১৯৪, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫,৯১১, উত্তর প্রদেশে ৩২,৩৬২ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১২,৬৫,৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.