ভারতে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রবিবার সকাল পর্যন্ত দেশে সংখ্যাটা ৩১৫। এক লাফে এই সংখ্যা বেড়েছে ৩২। দিন প্রতিদিন সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। শনিবার ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৮৩। সেই সংখ্যাটাই এদিন সকালে বেড়ে হল ৩১৫। মহারাষ্ট্রে এই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে।
শনিবার পুনের এক মহিলা ও পশ্চিমবঙ্গের দমদমের এক ব্যক্তির শরীরে এই জীবাণু পাওয়া গিয়েছে। এদিন সকালে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি লেখেন, “বাড়িতে থেকে অংশ নিন কার্ফুতে। কোটি কোটি দেশবাসীর শক্তি দিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে।”