ভারতে কোভিড-১৯-এ সংক্রমিত ২৯ জন : হর্ষ বর্ধন

কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের (Coronavirus) হানায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের (India) বিভিন্ন রাজ্যে| লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ| বুধবার সংক্রমণের সংখ্যা ছিল ২৮, বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ২৯| চিন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইতালি-বিশ্বের বিভিন্ন দেশে থাবা বসিয়ে এবার কোভিড (Covid) -১৯ নভেল করোনাভাইরাস (Coronavirus) ক্রমশই ছড়াচ্ছে ভারতেও| এমতাবস্থায় বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধন (Dr. Harshvardhan)| কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পরামর্শের আনেক আগেই, গত ১৭ জানুয়ারি থেকে প্রয়োজনীয় প্রস্তুতি এবং পদক্ষেপ গ্রহণ করেছিল ভারত|…৪ মার্চ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ২৯ জন|


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আমি প্রতিদিনই করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছি| মন্ত্রীরাও সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছেন| সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বজনীন স্ক্রিনিং চালু করা হয়েছে| স্বাস্থ্য মন্ত্রীর কথায়, ৪ মার্চ পর্যন্ত, ২৮,৫২৯ জন নজরদারির আওতায় রয়েছেন এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.