আমেরিকার প্রায় ২০০ টি কোম্পানি ভারতে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে। আর এর জন্য ওই কোম্পানি গুলো লোকসভা ভোটের পর চীন থেকে তল্পিতল্পা গুটিয়ে ভারতে আসতে চাইছে। ভারত আর আমেরিকার সম্পর্ক মজবুত করা স্বয়ংসেবী সংস্থা ইউএস-ইন্ডিয়া স্ট্যাটার্জিক এন্ড পার্টনারশিপ ফোরাম এই সম্পর্কে তথ্য দেয়।
ওই সংস্থা জানায় চীনের যায়গায় অন্য বিকল্প খোঁজা ওই কোম্পানি গুলোর কাছে ভারত প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে। সংস্থার সভাপতি মুকেশ বলেন, অনেক কোম্পানি ওনার সাথে কথা বলে জানতে চাইছে যে, ভারতে বিনিয়োগ করে কিভাবে চীনের বিকল্প হিসেবে ব্যাবহার করা যেতে পারে?
মুকেশ বলেন, সংস্থা দেশের সরকারকে সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুততর করতে স্বচ্ছতা আনতে সুপারিশ করবে। উনি বলেন, ‘আমরা সম্পূর্ণ প্রক্রিয়াতে অধিক পারদর্শিতা আনার জন্য এবং ১২ থেকে ১৮ মাসের মধ্যে পরামর্শ যোগ্য বানানোর জন্য সুপারিশ করব।“