সেনা প্রধান বিপিন রাওয়াত (Bipin Rawat) দেশের প্রথম চীফ অফ ডিফেন্স সিস্টেম স্টাফ (CDS) হবেন। কেন্দ্রের মোদী সরকার রবিবার সিডিএস (CDS) পদের জন্য বয়সের সীমা বাড়িয়েছে। জেনারেল বিপিন রাওয়াত ৩১ ডিসেম্বর ২০১৯ এ সেনা প্রধানের পদ থেকে অবসর নিচ্ছেন। ওনার জায়গায় মনোজ মুকুন্দ নরবানে (manoj mukund naravane) স্থল সেনার নতুন প্রধান হবেন।
কার্গিল যুদ্ধের সময় বায়ুসেনা আর ভারতীয় সেনার মধ্যে সামাঞ্জ্যসের অভাব দেখা গেছিল। বায়ুসেনার ব্যাবহারের ক্ষেত্রে তৎকালীন বায়ুসেনা প্রধান আর স্থল সেনা প্রধানের সিদ্ধান্ত আলাদা আলাদা ছিল। ভারতীয় সামরিক রণনীতিকারেরা তখন CDS এর অভাব অনুভব করে এবং সরকারের কাছে পুনরায় CDS এর গঠনের সুপারিশ করে। এই পদ সরকারি নেতৃত্বের জন্য সৈন্য পরামর্শদাতার ভূমিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।
যদিও রাজনৈতিক দল গুলো CDS পদের বিরোধিতা করে এসেছে আগাগোড়াই। কিছু মানুষ এই নিয়েও আপত্তি জানিয়েছে যে, একজনের কাছে বেশি সৈন্য শক্তি থাকলে বেশি সমস্যার জন্ম দেবে। ২০১৫ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পরিক্কর চীফ অফ ডিফেন্স গঠনের কথা বলেছিলেন।