পাক অধিকৃত বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল৷ আর এই এয়ারস্ট্রাইক নিয়েই এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে একবার ফের কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি৷ এয়ারস্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতের হাতে মার খাওয়ার পরেও বাধ্য হয়েই চুপ থাকতে হচ্ছে পাকিস্তানকে৷

কেন্দ্রীয়মন্ত্রী বলেন, বায়ুসেনার এয়ারস্ট্রাইকের কথা ভারত বলেনি, বলেছে পাকিস্তান নিজেই৷ গোটা বিশ্বকে তারাই ভোর ৪.৪৫মিনিট নাগাদ ভারতের এয়ারস্ট্রাইকের বিষয়ে জানায়৷ পাক সরকারের পরিবর্তে সেনার এই ঘোষণায় তিনি বলেন, এটা স্পষ্ট যে সেখানে সরকারকে পরিচালিত করছে সেনা৷ পাশাপাশি পাক সেনা তাদের সীমান্ত সুরক্ষার ওপর এতোদিন যে জোর দিয়ে এসেছে এয়ারস্ট্রাইকে তাতে দুর্বল ছবিই ধরা পড়েছে৷ আর সেই সত্যিটাকে লুকোতেই তারা চুপ থাকতে বাধ্য হচ্ছে বলে মত তাঁর৷

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ গুঁড়িয়ে যায় বহু জঙ্গি ঘাঁটি৷

এদিকে বালাকোটে এয়ারস্ট্রাইকের দিনই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক ড্রোন৷ তবে তা গুঁড়িয়ে দেয় ভারত৷ এরপর পাক-বিমান এবং পাক ড্রোন ফের প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ছক বানচাল হয়ে যায়৷ তবে জানা যাচ্ছে, পাকিস্তান তার F-16 ফাইটার নিয়ে প্রস্তুতি আরও জোরদার করছে৷ পাকিস্তান এয়ার ফোর্স (PAF) তার F-16 স্কোয়াড্রন নিয়ে তাদের প্রস্তুতি আরও শক্তিশালী করছে৷ তবে ভারতও যে যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তা আগেই স্পষ্ট করে দিয়েছেন তিন সেনা প্রধান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.