ক্ষুধার ভেতর জন্ম নেয়
আরও একটি ক্ষুধার শরীর।
আলোর মুখোশ ভেদ করে
যেটুকু আলো আসে,
তাতে পড়ে না কোন প্রতিবিম্ব।
নগ্ন উৎসের কাছে যে ফিরে আসে
রামধনুর কোরিওগ্রাফি তার অজানা।
প্রাসাদের বাইরে নক্শার যে কারুকাজ
ভেতরেও কি আছে সুদৃশ্য সিংহাসন?
ক্ষুধার ভেতর ডুবে যাচ্ছে একটা করে পৃথিবী…
মহাপৃথিবীর যাত্রী হয়ে আমরাও
বেরিয়ে এসেছি ভাঙাচোরা রাস্তায়
যেখানে নেই যানজট, ট্রাফিক সিগন্যাল।
তুলসীদাস ভট্টাচার্য