ঘাটের কিনারে এসে দাঁড়িয়েছি।
শেষ পারাণীর কড়ি খুঁটে বাঁধা।
মাঝি নাওটা নিয়ে এলেই পা বাড়াব।
কিন্তু এখনই মনে পড়ছে যত
আজগুবি সব গল্প।
চারদিকে সবাই তখন ইজের প্যান্ট পরে,
অন্যকিছু জোটে না ।
এমন সময় বাজ পড়ল মাথায় ।
অঙ্কুর কান্ডে রূপান্তরিত হওয়ার আগে।
অথচ কত স্বপ্ন ছিল, হিসেব নেই।
সময়ের বিবর্তনে কিছু শুকিয়ে গেল অকালে,
কিছু ফুল হলেও ফল হল না পুষ্ট।
তবু আত্মহত্যা না করে এগোলাম ।
দিলীপ কুমার দাস