একটি পাখির ডাক ও ভোর
কোলাহলে দিনের পতন শুরু
দূরে শ্মশানে শব, নীরবতা
আগুনের চিৎকার ওড়ে
বিষণ্ণ তুলো আর মহাকালের আস্তানা।
তোমার চোখের পাতায় ঘুম
কুহকের রোদ, জুঁই ফুল ।
তবু পাখির ডাক — নদীর স্রোত
ক্ষয়ে যাওয়া প্রত্ন পাথর
মৃত জীবজগৎ আমাদের জীবনেরও…অবিরত পাখি ডাকে।
রথীন পার্থ মণ্ডল