মৃত স্বপ্নের মত পেটকাটা ঘুড়ির সুতো
ছুঁয়ে আছে অপার্থিব চাঁদ
ছুঁয়ে থাকা প্রবাসী উল্লাসে নেমে আসে
মেঘজ্যোৎস্না আঁতুড়ঘরে একলব্যের স্মৃতি
এ আমার প্রতিস্পর্দ্ধা,
এও এক প্রবল হাভাতেপনা
বাউণ্ডলে বেঘুম সেই লোকটা
যে আমায় জন্ম দেবে বলে
কৈলাশ চূড়ায় বসে শীতের আশ্লেষে
প্রত্নবীজ সংগ্রহ করেছে
তার মুণ্ডপাত করে করে
উড়িয়ে দিয়েছি ওই অনাদৃষ্ট চাঁদিয়াল
সেও আজ অকস্মাৎ লাট খেতে খেতে
আমার অস্তিত্ব আর
‘ভোকাট্টা’ শব্দদুটো সমার্থক করে দেয়
আমি তবু মৃত স্বপ্ন খুঁজে খুঁজে
পেটকাটা ঘুড়ির সুতোয়
লটকে থাকা পৃস্থুল কৃকলাস
চাঁদ আছে পৃথিবীর চারিদিকে
আমার চাদ্দিকে শূন্য ও মহামারী
মহাশূন্যের ব্যাভিচারে পৃষ্ট
অদৃশ্য চৌম্বকতরঙ্গে দোলায়মান শব্দসংকেত
মৃত স্বপ্নের মত ম্রিয়মান।
উপেক্ষিৎ শর্মা