করোনার এই কঠিন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ অত্যাবশ্যক মেডিক্যাল সামগ্রী পাঠিয়ে ভারতকে নানাভাবে সাহায্য করেই চলেছে। এবার ভারতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়ে সাহায্য করল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পাশাপাশি মেডিক্যাল সরঞ্জাম (ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার) পাঠিয়ে ভারতকে সাহায্য করেছে জার্মানি, গ্রিস ও ফিনল্যাণ্ড।
বৃহস্পতিবার ভোররাতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় একটি বিমান। ওই বিমানে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে সাহায্য আসার কয়েকঘন্টা পরই জার্মানি, গ্রিস ও ফিনল্যাণ্ড থেকে মেডিক্যাল সরঞ্জাম নিয়ে দিল্লিতে এসেছে একটি বিমান। জার্মানি পাঠিয়েছে ১৭৬টি ভেন্টিলেটর, ফিনল্যাণ্ড পাঠিয়েছে ৩২৪টি অক্সিজেন সিলিন্ডার এবং গ্রিস পাঠিয়েছে ১০টি অক্সিজেন সিলিন্ডার।
2021-05-13