৪.৪২ লক্ষ টেস্ট, একদিনে করোনা পরীক্ষায় রেকর্ড কেন্দ্রের

একদিকে যেমন বাড়ছে করোনা (corona)সংক্রমণ, তেমনই করোনা পরীক্ষার হারেও গতি আনছে কেন্দ্র। একদিনে করোনা পরীক্ষায় রেকর্ড করল কেন্দ্র সরকার। জানা গিয়েছে একদিনে ৪.৪২ লক্ষ করোনা পরীক্ষা করা হয়েছে।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘন্টায় সরকারি ল্যাবগুলি রেকর্ড করেছে করোনা পরীক্ষায়। মোট ৪,৪২,০৩১টি করোনা পরীক্ষা করা হয়েছে বলে খবর। মন্ত্রক আরও জানিয়েছে বেসরকারি ল্যাবগুলিও সমান হারে কাজ করে চলেছে। একদিনে বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ৭৯,৮৭৮টি নমুনার।

এক ট্যুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে করোনা পরীক্ষার সংখ্যায় রেকর্ড করেছে ভারত। এখনও পর্যন্ত ১.৬ কোটি করোনা পরীক্ষা হয়েছে। প্রতি মিলিয়নে সংখ্যাটা ১১,৪৮৫। এরই মধ্যে মৃত্যুর হার কমে এসেছে অনেকটাই। ভারতে এখন মৃত্যুর হার ২.৩৫ শতাংশ।

দেশে ফের লাফিয়ে বেড়েছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আবারও করোনা আক্রান্ত হলেন ৪৮ হাজার ৬৬১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭০৫ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ টি। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৩।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার রেকর্ড স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ২২৩ জন মানুষ গোটা দেশে সুস্থ হয়েছেন। যেভাবে করোনায় সুস্থ হচ্ছেন তাতে কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন ভারতীয় বিশেষজ্ঞরা।

শুধু তাই নয়, দিল্লি, মুম্বই, অহমেদাবাদে করোনাতে সংক্রমণের গ্রাফ ক্রমশ নামছে। এমনটাই স্বস্তির খবর শোনাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর ডিরেক্টর তথা ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্য ডঃ রণদীপ গুলেরিয়া।

শুধু তাই নয়, করোনায় মৃতের সংখ্যাও বিশ্বের একাধিক দেশের থেকে অনেকটাই কম বলে দাবি তাঁর। তবে এই পরিস্থিতিতে কোনও ভাবে ঢিলেঢালা দেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্য ডঃ রণদীপ গুলেরিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে করোনা মহামারীর সংক্রমণ ও প্রসার, মৃত্যুর হার, বর্ষায় ভাইরাসের প্রকৃতি কেমন হবে তা নিয়ে সার্বিকভাবে কথা বলেন ডঃ গুলেরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.