যাঁদের শরীরে অতিরিক্ত মেদ জমেছে, তাঁদের করোনা সংক্রমণ বা তা থেকে নানা রকম সমস্যার ঝুঁকি বেশি। এমন কথা বহু দিন ধরেই বলছেন বিজ্ঞানীরা। এবার তাঁরা এর সঙ্গে যুক্ত করেছেন আরও এক নতুন সমস্যার কথা।
শরীরে অতিরিক্ত মেদ থাকলে করোনা সংক্রমণের সময়ে নানা ধরনের সমস্যার পরিমাণ বেড়ে যায়। শরীরে সাইটোকাইন নামক উপাদানটি বিপুল পরিমাণে বাড়তে থাকে। তার ফলে একাধিক অঙ্গের ক্ষতি হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। তেমনই বলছেন স্ট্যানফোর্ডস স্কুলস অব মেডিসিনের চিকিৎসকরা। সম্প্রতি তাঁরা একটি পরীক্ষা চালিয়েছেন চর্বির কোষের উপর। দেখা গিয়েছে, তার মধ্যে লুকিয়ে থাকতে পারে করোনার জীবাণু।ট্রেন্ডিং স্টোরিজ
আপাতভাবে করোনা সংক্রমণ সেরে যাওয়ার পরে তার লক্ষণ চলে যেতে পারে। কিন্তু তার পরেও শরীরে থেকে যেতে পারে করোনাভাইরাস। এবং শরীরের মধ্যেই সেগুলি সংখ্যায় বাড়তে পারে। বিশেষ করে যাঁদের শরীরে মেদের পরিমাণ বেশি, তাঁদের এই সমস্যার আশঙ্কাও বেশি। এমনই বলছেন চিকিৎসরা। তাঁদের মত, মেদ বা চর্বির কোষের মধ্যে করোনার জীবাণু বাসা বাঁধে। এগুলি করোনার আধারে পরিণত হয়। আপাত ভাবে সংক্রমণের কোনও লক্ষণ বোঝা না গেলেও পরবর্তী কালে এই জীবাণুই মারাত্মক আকার ধারণ করে।
করোনার হাত থেকে বাঁচতে টিকা নিতেই হবে। এর পাশাপাশি যত দূর সম্ভব মেদ কমানোর পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।