করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে রোজ সাংবাদিক সম্মেলন বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে একবার করে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র লভ আগারওয়াল। কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, দেশের করোনা সংক্রমনের পরিস্থিতি নিয়ে প্রায় প্রতিদিন নিয়ম করে গোষ্ঠী সংক্রমণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মুখপাত্রকে। একাধিকবার উত্তর দেওয়া সত্ত্বেও একটি প্রশ্ন নিয়ে সাংবাদিকরা হাজির হচ্ছেন লভ আগারওয়ালের সমক্ষে। এমন পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঠিক একই কারণে প্রতিদিনের সাংবাদিক সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছিলো আইসিএমআর (ICMR)। গত ২৪ এপ্রিল শেষবার আইসিএমআর কোন প্রতিনিধিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে দেখা গিয়েছিল। বর্তমানে তারা আর তিন সাংবাদিক সম্মেলনে যোগ দেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, সপ্তাহে একবার কিংবা খুব প্রয়োজন হলে কোনও বিশেষ ঘটনা ঘটলে তবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন লভ আগারওয়াল।