এনআরএস হাসপাতালে চালু হচ্ছে গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ। শীঘ্রই এই বিভাগটি চালু হবে বলে জানা গিয়েছে। আপাতত একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও একজন আরএমও নিয়ে বিভাগটি চালু হবে।
এনআরএস-এর বয়স ১৫০ বছর। কিন্তু, এতদিন এখানে ছিল না গ্যাসট্রোএন্টেরোলজি ডিপার্টমেন্ট।বর্তমানে মেডিসিনের অধীনস্থ ইউনিট হিসেবে চলছে এই বিভাগ। ডাঃ মানস মণ্ডল ও ডাঃ পিনাকী রায়, দুই সহকারী অধ্যাপক রয়েছেন। প্রতি সপ্তাহের বুধবার চলে আউটডোর। সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার, এই চারদিন চলে নানা অপারেশন ও প্রসিডিওর।
জানা গিয়েছে, ইউ এন ব্রহ্মচারী বাড়ির চারতলায় ১০টি পুরুষ ও ১০টি মহিলা রোগীদের শয্যা দিয়ে শুরু হবে এই বিভাগ। তারপর চাহিদার সঙ্গ শয্যাও বাড়বে।
হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ শান্তনু সেন বলেন, এই প্রথম এনআরএস ওই বিভাগ পাচ্ছে। সাম্প্রতিক রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি দফতরে জানানো হয়েছে।প্রসঙ্গত, রাজ্যের এতগুলি মেডিক্যাল কলেজের মধ্যে গ্যাসট্রোএন্টেরোলজি বিভাগ রয়েছে মাত্র তিন জায়গায়।
এদিকে, করোনা পরিস্থিতি সামাল দিতে এবার এনআরএস মেডিক্যাল কলেজে খুলছে কোভিড ওয়ার্ড। মোট শয্যাসংখ্যা হবে ১১০টি। চারটি ক্রিটিক্যাল কেয়ার বেডও থাকছে করোনা রোগীদের জন্য । হাসপাতালের মূল ভবনগুলি থেকে বেশ কিছুটা দূরেই হচ্ছে এই ওয়ার্ড। চেস্টের ৮০টি, স্কিনের ১৮টি ও অর্থোপেডিকের ১২টি বেড আছে। সেই বেডগুলিকেই ১১০টি কোভিড বেডে বদলে ফেলার কাজ শুরু হয়েছে।