জুলাই মাসেই মানবদেহে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু জনসন এন্ড জনসনের

জুলাই মাসেই মানব দেহে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল করবে জনসন অ্যান্ড জনসন (Jhonsen & Jhonsen)। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানালেন জনসন অ্যান্ড জনসনের চেয়ারম্যান এবং চিফ একজিকিউটিভ অফিসার অ্যালেক্স গোরস্কি। তিনি জানিয়েছেন, ভ্যাকসিন তৈরির কাজ শেষ। ল্যাবরেটরিতে পশুদের শরীরে ট্রায়ালের ফল সন্তোষজনক। গবেষণা এখনও চলছে। এবার খুব তাড়াতাড়ি মানুষের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। প্রথমে জানানো হয়েছিল সেপ্টেম্বর মাসে ট্রাইল শুরু করবে জনসন অ্যান্ড জনসন। কিন্তু গবেষণার কাজ দ্রুত এগিয়ে যাওয়ায় জুলাই মাসেই মানুষের শরীরে ট্রাক শুরু করবেন সংস্থাটি।

বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করছে জনসন অ্যান্ড জনসনের রিসার্চ উইং জ্যানসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ইতিমধ্যেই মার্কিন সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে প্রায় ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে জনসন অ্যান্ড জনসন। ১০৪৫ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ হবে বলে জানা গিয়েছে। এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের। ৬৫ বছর বা তার থেকেও প্রবীণ ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন। কোভিড ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে জানুয়ারি থেকে। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক ও গবেষকদের সহযোগিতায় ভ্যাকসিন ক্যানডিডেট বানিয়েছে জনসন অ্যান্ড জনসন।

ইতিমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) ট্রেন মানব দেহে শুরু হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত ফল কি হয়েছে এ বিষয়ে এখনো কোনও ফলাফল জানানো হয়নি। এছাড়াও ইতালি, ইজরায়েল ভ্যাকসিন আবিষ্কার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে বলে সূত্রের খবর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন কোভিড ভ্যাকসিনের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.