করোনা (Corona) সংক্রমণ থেকে বাঁচতে নানা উপায় অবলম্বন করতে শুরু করেছে বিশ্বের মানুষ। চিনেও ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। হ্রাস হয়েছে মৃত্যুর হার। করোনা আটকাতে একাধিক দেশে চলছে গবেষণা। ওষুধ তৈরীর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা। তার মাঝে কিছুটা আশার আলো দেখা গেলেও এখনো কিছু নিশ্চিত নয়। তবে এই প্রতিষেধকের গবেষণা চালাতে গিয়েই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ইউহান ও শেনজেনে একটি সমীক্ষা করে চীন। তাতে উঠে এসেছে মূলত A ব্লাড গ্রুপের ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়েছেন করোনায়।
চীনে (China) প্রত্যেক করোনা আক্রান্তের রক্ত পরীক্ষা করা হয়েছে। ২০০০ করোনা ভাইরাস আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ব্লাড গ্রুপের ব্যক্তিরাই করোনাই বেশি আক্রান্ত হয়েছেন। যাদের রক্তের বিভাগ O ,তাদের করোনা রোধের ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। ইউহান বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়ান সিম ওয়্যান শিনঘুয়ানের নেতৃত্বে এই সমীক্ষা চালানো হয়। তিনি লিখেছেন A ব্লাড গ্রুপের মানুষের বেশি করে সচেতন থাকতে হবে । কারণ দেখা যাচ্ছে এই ব্লাড গ্রুপের মানুষেরই চটজলদি করোনা আক্রান্ত হচ্ছেন। সার্স ও করোনা দুটি রোগের ক্ষেত্রেই দেখা গেছে এই ব্লাড গ্রুপের মানুষের চিন্তার কারণবেশি। সেখানে O ব্লাড গ্রুপের মানুষেরা অনেক কম আক্রান্ত। তারা করোনা কে রোধ করতে বেশি সক্ষম হচ্ছেন।
ইউহান এ মোট ২০৬ জন করোনা ভাইরাসে মারা গেছেন। তাদের মধ্যে ৮৫ জনের ব্লাড গ্রুপ A । ৫২ জনের ব্লাড গ্রুপ O। তাই রিপোর্টে বলা হয়েছে O ব্লাড গ্রুপ মানে কিছু হবে না তারা সম্পূর্ণ নিরাপদ সেটা ভাবার কোন কারণ নেই। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।