করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল ফোর্ট উইলিয়ামের এক সেনা কর্তার। সেনা সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই ব্রিগেডিয়ার পদ মর্যাদার আধিকারিকের মৃত্যু হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর অসুস্থতার সঙ্গে কোভিডের উপসর্গ দেখা দিলে তাঁকে প্রথমে ব্যারাকপুরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আনা হয় কলকাতার কমান্ড হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
ফোর্ট উইলিয়াম (Fort William) সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী এবং দুই মেয়ে তাঁর সঙ্গে থাকতেন। তাঁরাও আক্রান্ত হয়েছিলেন কোভিডে। কিন্তু তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। ইস্টার্ন কমান্ডের ফোর্ট উইলিয়ামে এই প্রথম কেউ কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে সিআইএসএফের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছিল কোভিডে আক্রান্ত হয়ে। তবে এই প্রথম ফোর্ট উইলিয়ামে প্রথম কোনও সেনা আধিকারিকের মৃত্যু হল ।