করোনা ভাইরাসের (Cooronavirus) সংক্রমণের কারণে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত পার্ক, মিউজিয়াম, রেস্টুরেন্ট, চিড়িয়াখানা, নাইট ক্লাবের মত জনবহুল স্থানগুলি। এছাড়া সমস্তরকম সামাজিক জনসমাগমের ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা যা বহাল থাকবে ৩১ মার্চ পর্যন্ত। শনিবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে দেওয়া হয়েছে।
এদিনই করোনা ভাইরাসের আক্রমণের জেরে এবা উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করতে বাধ্য হল রাজ্য সরকার। উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর যাবতীয় পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে নাকতলার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন তিনি। ২৩, ২৫ ও ২৭ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিলের পর নির্ধারিত হবে পরীক্ষার নতুন সূচি।