অবশেষে তুলে দেওয়া হল শাহিনবাগের আন্দোলন (Shahinbag Agitation)। মঙ্গলবার সকাল সকাল খালি করে দেওয়া হল শাহিনবাগ এলাকা। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সেখানে টানা ১০১ দিন ধরে অবস্থান করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। দেশজুড়ে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আর আন্দোলন বরদাস্ত করল না সরকার। মঙ্গলবার সকাল ৭টায় শাহিনবাগে পৌঁছায় পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন পুলিশ আন্দোলনকারী মহিলাদের জোর করে তুলে দেয়। এক উচ্চপদস্থ পুলিশ কর্তা বলেন, “আন্দোলনকারীদের বার বার বলা হয়েছিল, আপনারা জায়গা খালি করে দিন। কিন্তু তাঁরা রাজি হননি। বাধ্য হয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ বলপ্রয়োগে তাঁদের সরিয়ে দিতে হয়েছে।” তিনি আরও বলেছেন, “ছয় মহিলা সহ ন’জনকে আটক করা হয়েছে।” একইসঙ্গে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ ও তুর্কমান গেটের কাছ থেকেও ধর্না তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কোভিট-১৯ সংক্রমণ থেকে বাঁচাতেই করার ধর্না তুলে দেওয়া হল।