লকডাউনের প্রথম রাতে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ২৬০

সোমবার বিকেল পাঁচটার পর থেকে রাত পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা আবেদন জানিয়ে বলেছেন, “ঘরে থাকুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।” তিনি জানিয়ে দিয়েছেন, কলকাতার আনাচেকানাচে পুলিশি অভিযান চলবে। গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৫জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ মিলেছে। সোমবার মৃত্যু হয়েছে দু’জনের। এরপরই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ৩০টি রাজ্যে পূর্ণ লকডাউনের। মোট ৫৪৮টি জেলা পড়ছে লকডাউনের আওতায়। কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে‌।

শহর ও শহরতলীতেও শুরু হয়েছে ধড়পাকড়। রাতে বারাসতের বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে জমায়েত। কোথাও আবার হুক্কা বাড়ে ডিজে চালিয়ে পার্টি করা হচ্ছে। জমায়েত দেখলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসন। ৬ জনকে আটক পযন্ত করা হয়েছে। রাস্তায় জমায়েত দেখেই ব্যাপক লাঠিচার্জ করে বাড়িতে ঢুকে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ প্রশাসন।বারাসাত এলাকায় বিশিষ্ট মানুষের দাবি, প্রশাসন এই ভাবে কঠোর না হলে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিনা কারণে তাঁরা কিছুতেই কথা শুনবে না। পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করেছে। বারাসাত শহরের সমস্ত চায়ের দোকান ও বিভিন্ন এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষকে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে বারণ করেছে পুলিশকর্মীরা।Spread the l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.