দীর্ঘ ২ বছর পরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য অত্যন্ত বড় খবর। বলা যেতে পারে একেবারে খুশির খবর। নবান্ন সূত্রে খবর, আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিল নবান্ন। তার মানে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে স্কুলের দরজা খুলে দেওয়া হবে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য। এর সঙ্গেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজাও এবার খুলে দেওয়া হবে। তবে সবক্ষেত্রে করোনা বিধি মেনেই যাবতীয় কাজ করতে হবে।
অন্যদিকে এই খবরে কার্যত নেচে উঠেছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারর মন। এদিকে চিকিৎসকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে নবান্ন সূত্রে খবর, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় কোভিড বিধি জারি থাকবে। তবে চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, স্কুল চালু হওয়া অত্য়ন্ত জরুরী ছিল। এটা অত্য়ন্ত ভালো খবর। তবে কোভিড কিন্তু এখনও পুরোপুরি চলে যায়নি। সেক্ষেত্রে সতর্কতাও জরুরী।ট্রেন্ডিং স্টোরিজ
তবে নবান্ন সূত্রে খবর, কী ধরণের বিধিনিষেধ মানতে হবে সেটা স্বাস্থ্য দফতর জানিয়ে দেবে। এদিকে নির্দেশ জারির পরেই বিভিন্ন স্কুলে প্রস্তুতি শুরু হচ্ছে। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ও সম্প্রতি স্কুল খোলার ব্যাপারে মতামত জানিয়েছিলেন। মুখ্য়মন্ত্রীও এনিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, আর ঘরবন্দি অবসাদের দিন নয়। আগামী বুধবার থেকে সেই ব্ল্যাকবোর্ড, চক ডাস্টার, বেঞ্চ আর সর্বোপরি সহপাঠীদের দেখার দিন। স্কুলে যাওয়ার জন্য় কাউন্টডাউন শুরু করে দিল পড়ুয়ারা।