পোস্টেজ স্ট্যাম্প ও কারেন্সি নোটে জগদীশচন্দ্র

ভারতীয় ডাকবিভাগ ১৯৫৮ সালের ৩০ শে নভেম্বর ১৫ নয়া পয়সা মূল্যের নীল-সাদা বর্ণে একটি ডাকটিকিট ছাপায়, সেখানে তাঁর জীবনকাল উল্লেখ আছে (৩০-১১-১৮৫৮ — ২৩-১১-১৯৩৭)। টিকিট প্রকাশের সঙ্গে প্রথম দিনের আবরণী বা খাম ছাপানো হয়। সেখানে তাঁর আবিষ্কৃত মাইক্রোওয়েভ অ্যাপারেটাসের ছবি আছে।

ভারতীয় ডাকবিভাগ তাঁর স্মরণে একটি বিশেষ আবরণী বা স্পেশাল কভারও ছাপিয়েছিল। সেই খামে তাঁর নানা বয়সের ছবি রয়েছে। রয়েছে তাঁর আবিষ্কৃত বেশ কয়েকটি যন্ত্র এবং তাঁর জীবনের সঙ্গে যুক্ত বিল্ডিং। খামে জলছবিতেও কয়েকটি যন্ত্রপাতি দেখানো হয়েছে। ওই খামেই লেখা আছে তাঁর উল্লেখযোগ্য বাণী — The true laboratory is the mind, where behind illusions we uncover the laws of truth. ২০১৬ সালের ১৫ ই ফেব্রুয়ারী এই বিশেষ আবরণীটি ছাপা হয়েছিল।

১৯৯৯ সালের ২২ শে নভেম্বর (২৩ শে নভেম্বর তাঁর প্রয়াণ দিবস) বাংলাদেশ ডাকবিভাগ বাংলাদেশী চার টাকা মূল্যের একটি বহুবর্ণ ডাকটিকিট প্রকাশ করে। ডাকটিকিট সংগ্রহকারীদের কাছে এটি বিশেষ নজর কেড়েছে।

যুক্তরাজ্য (UK) ৫০ পাউন্ড মূল্যের একটি নতুন কারেন্সি নোট ছাপায়, যেখানে জগদীশ চন্দ্র বসুর ছবি রয়েছে। রয়েছে Bank of England কথাটি লেখা।

অরিত্র ঘোষ দস্তিদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.