আজ দিব্যাঙ্গজনদের সর্ব ভারতীয় সেবা সংগঠন “সক্ষম”-এর শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও পরিচিতিকরণ বৈঠক হল বারাসত জেলার বারাসত নগরে।উল্লেখ্য, “সক্ষম” সর্ব ভারতীয় ক্ষেত্রে দিব্যাঙ্গজনদের সহায়তা করে থাকে।মূক,বধির,অন্ধ প্রভৃতি একুশ ধরণের দিব্যাঙ্গদের সেবা প্রদানই “সক্ষম”-এর মূল কার্যধারা।
আজকের বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় সত্য ভারতী সেবা সমিতির সভাকক্ষে।উপস্থিত ছিলেন “সক্ষম”-এর অখিল ভারতীয় সংগঠন সম্পাদক শ্রী চন্দ্রশেখরজী,দক্ষিণ বঙ্গ প্রান্তের সভাপতি ও সম্পাদক যথাক্রমে সনৎ কুমার রায়,অনিক ব্যানার্জী প্রমুখ।এছাড়া,উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী কল্যাণ চক্রবর্তী,চিকিৎসক সুকল্যাণ ঘোষ-সহ সমাজের নানা স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের আধিকারিকগণ।
বৈঠক চন্দ্রশেখর বাবু জানান যে,ভারতের ৪০০টি জেলায় “সক্ষম” বিভিন্ন প্রকার সহায়তা কেন্দ্র পরিচালনা করছে।দেশের প্রতিটি জেলাতেই “সক্ষম” সেবাকর্ম ছড়িয়ে দিতে আগ্রহী।তার সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।উপস্থিত বিশিষ্ট জনদের নিকট থেকে মতামত গ্রহণ করেন তিনি।
2022-10-19