রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বর্ধমান মেন ও কর্ড শাখায় ট্রেনের ভাড়া অপরিবর্তিত রয়েছে।
রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হতেই কিছু রুটে রেল ভাড়া বাড়ানো হয়েছে। এক লাফে তিন গুণ ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি যাত্রীদের। কয়েকটি রুটে ভাড়া যে বেড়েছে, তা স্বীকারও করেছে রেল কর্তৃপক্ষ। ফলে স্বভাবতই অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।
এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী প্যাসেঞ্জার ও মেমু ট্রেনে যারা যাত্রা করবেন তাঁদের কাছ থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত আসনের ভাড়া নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণের জন্যই বিশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’ রেলের নিত্যযাত্রীদের দাবি, বর্ধমান থেকে রামপুরহাট ও বর্ধমান থেকে আসানসোল রুটে ট্রেনের ভাড়া তিন গুণ পর্যন্ত বেড়েছে। এর ফলে বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত এতদিন যেখানে ভাড়া ১০ টাকা ছিল, সেখানে এখন ভাড়া বেড়ে হয়েছে ৩০ টাকা। ঠিক একইভাবে বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত যেখানে ভাড়া ছিল ১৫ টাকা, সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা।
তবে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বর্ধমান মেন ও কর্ড শাখায় ট্রেনের ভাড়া অপরিবর্তিত রয়েছে। বর্ধমান স্টেশনের ম্যানেজার স্বপন অধিকারী জানান, যে শাখায় মেমু ট্রেন চলে সেখানে ট্রেন ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু যেখানে ইএমইউ ট্রেন চলে, সেখানে ট্রেন ভাড়ার কোনও পরিবর্তন হয়নি। করোনা পরিস্থিতিতে ভিড় যাতে কম হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আচমকাই এতটা রেল ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।