মারণ করোনাভাইরাসের (coronavirus) হানায় শুধুমাত্র ভারত নয়, ত্রস্ত সমগ্র বিশ্ব। মনুষ্যজাতি এখন সত্যিই অসহায়! কিন্তু, করোনাভাইরাসকে পরাস্ত করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদরা, তাঁদের এই প্রচেষ্টার গর্বিত ভারতীয়রা। জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষে সোমবার টুইট করে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ((Ramnath Kobind)।রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, ‘১৯৯৮ সালে পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রযুক্তি দিবসে সমস্ত দেশবাসীকে অভিনন্দন। দেশকে আত্মনির্ভরশীল ও সামলম্বী করে তোলার ক্ষেত্রে বৈজ্ঞানিকদের অতুলনীয় অবদানের জন্য এই দিনটি উদযাপিত হয়।’ রাষ্ট্রপতি টুইটারে আরও লিখেছেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বব্যাপী অগ্রগতির প্রধান মাধ্যম হিসেবে দেখছি। আমাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদরা যেভাবে কোভিড-১৯-এর বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন, তাতে সমস্ত দেশবাসী গর্বিত।
2020-05-11