শেষ দফায় শহরে ভোট। নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবারই সমস্ত বুথে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতি থানায় দু’টি কুইক রেসপন্স টিম থাকবে। উল্লেখ্য, কলকাতায় মোট বুথের সংখ্যা ৪ হাজার ৭৫৫ টি, ১ হাজার ৫৭৬ টি পোলিং স্টেশন। আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে শহরের সমস্ত হোটেল, শপিং মল, বাসস্ট্যান্ড, বাজার এবং রেল স্টেশন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সেইসঙ্গে কলকাতায় ঢোকা ও বেরনোর যতগুলি পথ আছে সেখানে চলছে নাকা চেকিং। মোট ৫০ টি জায়গায় নাকা চেকিং চলছে বলে জানা গিয়েছে। ১৮০ টি জায়গায় থাকছে বিশেষ পুলিশ পিকেট। এইসঙ্গে কলকাতা পুলিশের নিজস্ব কুইক রেসপন্স টিম থাকছে ১৫ টি।
এছাড়াও স্পর্শকাতর এলাকাগুলির জন্য বিশেষ নজরদারি শুরু হয়েছে শুক্রবার রাত থেকেই। জানা গেছে, ইতিমধ্যেই গোলমাল ঠেকাতে কুখ্যাত দুষ্কৃতী সহ ১ হাজার জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং। এছাড়াও গেস্ট হাউস, লজ, হোটেল, পানশালার কাছেও অভিযান চলছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি থানার দায়িত্বে থাকছেন সহকারী পদমর্যাদার একজন অফিসার।
2019-05-18